Latest Place Added
Home » Architecture » Nungola Mosque
Nungola Mosque

Nungola Mosque

Nungola Mosque

Nungola Mosque

Location: Mithapukur, Barobazar, Jhinaidoha.

Timescale: Late sultanate period.

Builder: Unknown.

Religion: Islam.

History:

Nungola mosque is situated at a distance of about 200 m. to the south of Rani Matar dighi and on the west bank of a ancient pond called Nongiola dighi. The mosque was named after this dighi.

 

Description:

Nongola Mosque is a one domed mosque. Each arm of this square has a length of 5.45 m. The four walls, four corner turrets and the dome on the top have all disappeared in course of time. Only a little portion of the walls and turrets can be seen now.

Source of infromation:

AKM Zakariah, The Archaeological Heritage of Bangladesh, Asicatic Society of Bangladesh, Dhaka, 2011, ISBN: 978 984 512 001 2.

  • বাংলা

নুনগোলা মসজিদ

অবস্থান: মিঠাপুকুর, বারোবাজার।

সময়কাল: মসজিদটিতে কোন শিলালিপি পাওয়া যায়নি বলে সুনির্দিষ্ট নির্মানকালটি জানা যায়নি তবে স্থাপত্যকৌশল দেখে ধারনা করা হয় এটা সুলতানী আমলের শেষার্ধে নির্মিত।

নির্মাতা: অজ্ঞাত।

বর্ননা: মিঠাপুকুরের রানীমাতা দিঘি নামের একটি প্রাচীন দিঘী থেকে প্রায় ২০০ মিটার দূরে এবং নুনগোলা নামের প্রাচীন একটি পুকুরের পারে অবস্থান নুনগোলা মসজিদটির। মসজিদটি প্রায় ধ্বংসপ্রাপ্ত, বর্তমানে এর চার দেয়াল, চারকোনের বুরুজের ও ছাদের গম্বুজ সহ বেশির ভাগ অংশই বিলুপ্ত, ইট খুলে নিয়ে গেছে মানুষ। চারদিকের দেয়াল এবং বুরুজের কিছু কিছু অংশ এখনও দেখা যায়, এসব থেকে ধারনা করা গেছে যে মসজিদটির প্রতি বাহুর দৈর্ঘ্য ছিল প্রায় ৫.৪৫ মিটার।

তথ্যসূত্র: আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া, বাঙলাদেশের প্রত্নসম্পদ, দিব্যপ্রকাশ, ২০০৭, পৃ-৩৬৩

About Muhammad Ashraf Shiddike